মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি বৃষ্টি

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৩, ২০১৯
news-image

নয়ন কান্তি দেঃ

আমি যখন দেই সাড়া
তোমাদের মাঝে,
তখন!
রাস্তার পাশে থাকে না
কেউ আর,

এত ক্ষতি করি আমি
তোমাদের মাঝে এসে
পদ্মা-মেঘনার পানি দেখে
অনেক মানুষ কাঁধে।

আমার স্পর্শে পালায় রাখাল
গরু ছাগল নিয়ে
লজ্জাবতীও ঘুমায় তখন
আমার ছোঁয়া পেয়ে।

কত সুন্দর সবুজ শ্যামল মাঠি
নিচ্ছে রূপ সমুদ্রে
আমি আসাতে সবার দুঃখ
যাচ্ছে দিনদিন বেড়ে।

কত আশায় ছিল কৃষক আমার
একটি বার ছোঁয়া পেতে
কিন্তু! আমি আজ এসে
বাড়িয়েছি আপসোস তাদের!

কেউ ডেকেছে কেউ তাড়িয়েছে
সমান তালের মাঝে
সবার ইচ্ছে চাপা দিয়ে
নিয়ে যাচ্ছি সব ভেসে।

-লেখক পরিচিত
-নয়ন কান্তি দে
বাংলাদেশ পুলিশ।

আর পড়তে পারেন