নাঙ্গলকোটে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক

কামাল হোসেন জনি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পৃথক অভিযানে ১ হাজার ২২ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ ।
শনিবার রাতে উপজেলার উত্তর মাহীনি বড় বাড়ি থেকে আব্দুল মমিনের ছেলে নুরল ইসলামের (২৭) ঘর থেকে ১০০০ পিস ও লক্ষিপদুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে নুরুল আলম এর ঘর থেকে ২২ পিস ও নুরুল ইসলামের ঘর থেকে গান্দাছি গ্রামের ফজলুল কবিরে ছেলে মাইনুল ইসলাম (২৮) কে আটক করে থানা পুলিশের এস আই ইয়ামিন সুমন, এ এস আই আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স।