বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে বিজিবি-বিএসএফ এর মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে বিজিবি-বিএসএফ এর মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবির বাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৩/১০-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বিবির বাজার স্থলবন্দর” নামক স্থানে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল গোলাম ফজলে রাব্বি, পিএসসি ও ১৪৫ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী গণেশ কুমারসহ দুই বাহিনীর অন্যান্য কর্মকর্তারা।

উক্ত সমন্বয় সভায় উভয় পক্ষ অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার বিষয়ে একমত পোষণ করেন। এছাড়াও বিজিবি-বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে উভয় ব্যাটালিয়ন কমান্ডারের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমন্বয় সভা শেষ হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সমন্বয় সভার বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবি’র অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী।

আর পড়তে পারেন