মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

আজকের কুমিল্লা ডট কম :
মে ৪, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে এক প্রতিবন্ধী শিশুকে বলৎকার করেছে ৩ সন্তানের জনক। এই ঘটনায় অভিযুক্ত লম্পটকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার মাইরা গাঁও গ্রামের ইউছুপ মিয়ার ছেলে লম্পট জাবেদ হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে খেলার জন্য নানীর বাড়ী মাইরাগাঁও গ্রাম থেকে বের হয় শিশুটি। এ সুযোগে লম্পট তার মেয়েকে দিয়ে শিশুকে ডেকে আনে। পরে মেয়েকে বিদায় দিয়ে প্রতিবন্ধী শিশুকে ওই গ্রামের একটি বাগানে নিয়ে রশি দিয়ে হাত, পাঁ বেঁধে বলৎকার করে।

গত শুক্রবার শিশুটির শরীরে বিভিন্ন জায়গায় ব্যাথা করলে মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে ওই দিন শশুটির মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতে লম্পটকে আটক করে।

এই ব্যাপারে গতকাল শনিবার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, অভিযোগের আলোকে আসামীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। (আজ রোববার) আসামীকে কুমিল্লা আদালতে প্রেরন করা হবে। শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

আর পড়তে পারেন