নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী: এমপি বাহার

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউনহল নগর মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এমপি বাহার বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে নারীরা আজ উন্নত বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আওয়ামী লীগের আমলেই নারীর অধিকার সবচেয়ে বেশি বাস্তবায়ন করা হয়েছে।
ডিসি পত্নী মনিরা নাজনীনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিকারুন নেছা, সম্মিলিত মহিলা সংস্থার সভাপতি পাপরি বসু, সংস্থার সহ-সভাপতি দিলনাসি মোহসেন, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সুচনা প্রমুখ।