বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৮, ২০২৪
news-image

ডেস্ক রিপোর্ট:

হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করেছে সংগঠনটি, সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল, বৈরুতে চালানো রাতভর বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন।

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, ‘হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনের মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যুক্ত হয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন।’

শনিবার, ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এক্স (সাবেক টুইটার) পোস্টে জানান, ‘হাসান নাসরুল্লাহ মারা গেছেন।’ ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, তাদের হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের প্রধান কমান্ডার আলি কারকিও এবং আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলীতে চালানো হামলায় তারা নিহত হন বলে ইসরায়েলের দাবি।

এর আগে হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে গুপ্তহত্যার শিকার হন। তেহরান ও হামাস উভয়ের দাবি, ইসরায়েল তাকে হত্যা করেছে। তবে তেলআবিব এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

আর পড়তে পারেন