শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ৭৬ দিনের ছুটি, তালিকা প্রকাশ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৪, ২০২৪
news-image

 

ডেস্ক রিপোর্ট:

দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় মোট ৭৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা একটি প্রজ্ঞাপনে বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় উল্লেখযোগ্য দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজানের ছুটি ২ মার্চ থেকে শুরু হবে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটির কারণে সেসময়ে টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

এছাড়া, ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশে সরকারি-বেসরকারি স্কুলগুলোতে টানা ১৫ দিন ছুটি থাকবে। এই ছুটি ১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে। দুর্গাপূজার সময় ৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ কয়েকটি ছুটি অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে, প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের জন্য তিন দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যেগুলো প্রয়োজনে তারা প্রদান করতে পারবেন। এছাড়া, বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে নির্ধারিত ছুটিও থাকবে।

ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন-

আর পড়তে পারেন