নির্বাচনের সময় নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
নির্বাচনের সময় নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
“সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে নির্বাচন আয়োজনের জন্য কিছু জরুরি সংস্কার অবশ্যই প্রয়োজন।” সদ্য শপথ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই কথা জানিয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিইসি বলেন, “আমি এই দায়িত্বকে আমার জীবনের বড় একটি সুযোগ হিসেবে দেখছি। দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। অনেক আন্দোলন করেছে এবং রক্ত দিয়েছে। আমি প্রতিজ্ঞাবদ্ধ, তাদের একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমার সর্বোচ্চ চেষ্টা করব।”
নির্বাচন আয়োজন নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমি আত্মবিশ্বাসী যে এটি সম্ভব। আমার সঙ্গে শক্তিশালী একটি নির্বাচন কমিশন টিম রয়েছে। আমরা দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দেব।”
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো অবশ্যই আগে করতে হবে। তবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ইয়াং জেনারেশন, যারা ভোট দিতে আগ্রহী, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ইতোমধ্যে সংস্কার কমিশন কাজ করছে এবং খুব শিগগিরই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে তিনি বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করেই কাজ করব। ১৫-১৬ বছর ধরে যারা ভোটের অধিকার ফিরিয়ে আনার কথা বলে আসছেন, তাদের আমরা সঙ্গে চাই। তাদের দাবিগুলো পূরণে আমরা সহায়তা করব। আমাদের নিয়ত সঠিক, জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
নির্বাচনের প্রস্তুতির জন্য কত সময় লাগবে জানতে চাইলে সিইসি বলেন, “দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়। আগে দায়িত্ব বুঝে নেই, তারপর সময় নির্ধারণ করব।”