শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনে অংশ নিলে ট্রাম্পকে হারাতে পারতাম, দাবি বাইডেনের

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৯, ২০২৫
news-image

নির্বাচনে অংশ নিলে ট্রাম্পকে হারাতে পারতাম, দাবি বাইডেনের

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন, গত ৫ নভেম্বরের নির্বাচনে তিনি অংশ নিলে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারতেন এবং পুনরায় প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারতেন। স্থানীয় সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে, সাক্ষাৎকারে বাইডেন এও স্বীকার করেছেন যে, প্রেসিডেন্ট হিসেবে পুনরায় চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করার শারীরিক সামর্থ্য থাকবে কি না, সে বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন।

৮২ বছর বয়সী বাইডেন বলেন, “এখন পর্যন্ত আমি ভালো আছি। কিন্তু ৮৬ বছর বয়সে আমার শারীরিক অবস্থা কেমন থাকবে, তা বলা মুশকিল।”

বিস্তৃত এই সাক্ষাৎকারে বাইডেন আরও জানান, তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেনি এবং সাবেক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্টনি ফাউসিসহ ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকজন বিরোধীর ক্ষমার বিষয়টি বিবেচনা করছেন।

বাইডেন বলেন, নভেম্বরের নির্বাচনের পরপরই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় সম্ভাব্য ক্ষমা নিয়ে সরাসরি আলোচনা করেছেন তিনি।

বিবিসি জানায়, ইউএসএ টুডেকে দেওয়া এই সাক্ষাৎকারটি এখন পর্যন্ত বাইডেনের একমাত্র প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত বিদায়ী সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে আরও উল্লেখ করা হয়, হোয়াইট হাউস বাইডেনের সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ কঠোরভাবে নিয়ন্ত্রণ করত। এমনকি গত বছরের ২১ জুলাইয়ের পর থেকে বাইডেন আর কোনো সংবাদ সম্মেলন করেননি। মূলত ওই সময় থেকেই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে তিনি ছিটকে পড়েন।

আর পড়তে পারেন