শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত : আইন উপদেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হবে। তারা বলেছেন, আমাদের উপদেষ্টাদের অস্পষ্ট কথা থাকে। এ বিষয়ে বলতে চাই উপদেষ্টারা যে যা-ই বলুক না কেন, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এর আগে, বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের কোনো স্পষ্ট সময় দেননি। তিনি বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান। আমরা এতে সন্তুষ্ট নই।”

তিনি আরও বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, “বিএনপি মহাসচিবের এ মত প্রকাশের অধিকার রয়েছে। আমার মনে হয়েছে, আলোচনা শেষে তারা সন্তুষ্ট ছিলেন। তাদের মনে যেসব প্রশ্ন ছিল, তার উত্তর পেয়েছেন বলে আমার ধারণা। তবে ফখরুল ভাইয়ের মনে অন্যরকম ধারণা থাকতে পারে।”

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে দেরি করব। আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন করতে চাই। অকারণে সময় নষ্ট করার কোনো ইচ্ছা নেই। ক্ষমতায় থাকার জন্য সময় বাড়ানো হবে না।”

তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা রয়েছে যে আমরা বিচারকার্য সম্পন্ন করব। হাজারেরও বেশি মানুষ প্রাণ দিয়েছে। যদি আমরা ন্যায়বিচার না করি, তাহলে শুধু জনগণের নয়, নিজেদের কাছেও জবাবদিহি করতে পারব না।”

তিনি জানান, নির্বাচন, সংস্কার ও বিচারকার্যের অগ্রগতির ওপর ভিত্তি করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “এ সময়সীমা কখনই জুনের পর যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করা হবে। অযথা দেরি করার কোনো সুযোগ নেই। আমরা প্রয়োজনীয় সংস্কারও দ্রুত বাস্তবায়ন করতে চাই।”

আর পড়তে পারেন