সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে পানির চাপে ভেঙে গেছে স্লুইসগেট, এলাকাজুড়ে আতঙ্ক

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৬, ২০২৪
news-image

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তীব্র পানির চাপে ভেঙে গেছে মুছাপুর স্লুইসগেট। এতে আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তাদের আশংকা, এতে নোয়াখালী ও ফেনীর কিছু কিছু জায়গায় জোয়ারের পানি ঢুকে পড়তে পারে।

সোমবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভারতের উজানের ঢল থেকে আসা পানি ফেনীর মুহুরী নদী হয়ে ও ভারী বর্ষণের ফলে কোম্পানীগঞ্জে জমে থাকা পানি মুছাপুর স্লুইসগেটের রেগুলেটরের ২৩টি গেইট দিয়ে বঙ্গোপসাগরে যায়। কিন্তু সোমবার সকালে তীব্র পানির চাপে সবকটি রেগুলেটর ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দা তাসিব বলেন, সকালে মুসাপুর ক্লোজারের স্লুইচগেট ভেঙে গেছে। এর আগে এতদিন ভাটার সময় গেট খুলে দিলে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি সাগরে নেমে যেতো আর জোয়ারের সময় আটকে দেওয়া হতো যাতে সাগরের পানি না ঢুকে। এখন এই গেট ভেঙে যাওয়ায় ফেনী-নোয়াখালীবাসির জন্য দুঃসংবাদ। কারণ, এখন জোয়ার আসলে পানি উল্টো ঢুকবে।

মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, তীব্র পানির চাপে রেগুলেটর ভেঙে গেছে। আমাদের মুছাপুর ক্লোজার শেষ। স্থানীয় মানুষজন কান্নাকাটি করছে। সবাই অসহায় হয়ে পড়েছে। জোয়ার হলে এখন পুরো কোম্পানীগঞ্জ ভেসে যাবে। আল্লাহ আমাদের রক্ষা করা ছাড়া আর উপায় নাই।

পানি উন্নয়ন বোর্ড (পাউবি) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরাও বিষয়টি জেনেছি। আসলে রেগুলেটরের ২৩টি গেইট দিয়ে প্রচুর পানি নেমেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

আর পড়তে পারেন