নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া বাস চাপায় মা-ছেলেসহ নিহত ৩
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় সিএনজি আরোহী মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫)। নিহত অপর নারীর নাম জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বাস চাপায় তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।