পরকিয়ার জের ধরে তর্কাতর্কি: কুমিল্লার সদর দক্ষিণে যুবককে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার:
পরকিয়া প্রেমের জের ধরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এয়াছিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত এয়াছিন উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরামুড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সুত্র মতে, তারাবির নামাজের পর কুড়িয়াপাড়া ফকিরামুড়া গ্রামের আলী মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শাহাজান এর সাথে নিহত এয়াছিনের বড় ভাই মিজানের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শাহাজান মিজানের উপর হামলা চালায়। এ সসময় বড় ভাই মিজানকে বাঁচাতে এয়াছিন এগিয়ে আসলে শাহাজান তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।