পানি সংকটে কুবির বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা
চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন ব্লকের একপাশে পানির সংকট দেখা দিয়েছে। ফলে গোসল, খাবার পানি ও ওয়াশরুম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
জানা যায়, মোটর সমস্যা হওয়ার কারণে এ সমস্যা দেখা দিয়েছে। ফলে ট্যাংকে কম পানি উঠে ও ট্যাপে পর্যাপ্ত পানি থাকে না। ফলে বাধ্য হয়েই অন্য ব্লকে ভীড় করতে হচ্ছে শিক্ষার্থীদের।
এ বিষয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম সিফাত বলেন, গত দুই-তিনদিন যাবত আমাদের ব্লকে পানি নাই। অন্য ব্লকে গিয়ে পানি আনতে হচ্ছে। গোসলের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে। এছাড়া অন্য ব্লকের ওয়াশরুম ব্যবহার করতে হচ্ছে। এজন্য আমাদের বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক মো.আবু বকর সিদ্দিক বলেন, পানি সমস্যা নিয়ে কাজ হচ্ছে। আমাদের একটা পাম্প স্যাংশন (এটা কি) হয়েছে। ফাইলও উঠে গেছে আজকে। এরমধ্যে যে টেম্পোরারি প্রব্লেম হয়েছে এটা আশাকরি দ্রুত সমাধান হয়ে যাবে। পাম্পে পানি কম উঠতেছে এটা নিয়ে কাজ হচ্ছে৷ এটা সমাধান হয়ে যাবে।