পুলিশ সুপার সম্মেলনকক্ষে “সামাজিক সমস্যা নিরসনে ধর্মীয় মতবিনিময় সভা”

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে ২৪ আগষ্ট সামাজিক সমস্যা নিরসনে ইসলাম ধর্মীয় আলেম, ওলামা, ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ)আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশন, কুমিল্লা ও ইমাম সমিতি, কুমিল্লা জেলার কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।