শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিপক্ষের জালে এক হালি গোল দিয়ে বার্সার বছর শুরু

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৫, ২০২৫
news-image

প্রতিপক্ষের জালে এক হালি গোল দিয়ে বার্সার বছর শুরু

ডেস্ক রিপোর্ট:

চলতি মৌসুমের শুরুতে দারুণ ছন্দে থাকলেও ২০২৪ সালের শেষ দিকে ছন্দপতন হয়েছিল বার্সেলোনার। লা লিগায় টানা তিন ম্যাচে জয়হীন থাকা কাতালানরা হেরেছিল দুটিতেই। তবে ২০২৫ সালে নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে তারা। বছরের প্রথম ম্যাচেই দারুণ জয়ে নতুন বছর শুরু করেছে বার্সেলোনা।

শনিবার (৪ জানুয়ারি) কোপা দেল রে’র শেষ ৩২-এর ম্যাচে চতুর্থ স্তরের দল ইউনিয়ন দেপোর্টিভা বার্বাস্ত্রোর বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচটিতে রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে বার্সা ৪-০ গোলের বড় জয় তুলে নেয়।

নতুন বছরের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে বার্সেলোনা। ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় তারা। ডি ইয়ংয়ের ক্রসে আরাউজোর হেড থেকে বল চলে যায় ডিফেন্ডার এরিক গার্সিয়ার কাছে। তিনি দারুণ এক হেডে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন।

ম্যাচের ৩১তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। তোরের নেওয়া ফ্রি-কিক থেকে ডিফেন্ডারদের মধ্যে বল পেয়ে পোলিশ এই স্ট্রাইকার জাল কাঁপান। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পরেও একই ছন্দে খেলে কাতালানরা। ম্যাচের ৪৭তম মিনিটে আবারও তোরে ও লেভানডোভস্কির যুগলবন্দি দেখা যায়। তোরের পাস থেকে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি।

বার্সেলোনার হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন তোরে নিজেই। ম্যাচের ৫৬তম মিনিটে তার নেওয়া শট প্রতিপক্ষের জালে জড়িয়ে স্কোরলাইন ৪-০ করেন।

জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বার্সেলোনা এখন প্রস্তুত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের জন্য। সেখানে তারা মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওর।

আর পড়তে পারেন