শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম সেশনে চার উইকেট নেই লঙ্কানদের

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৫, ২০১৭
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলছে বাংলাদেশ দল। ঐতিহাসিক ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে দুর্দান্ত শুরু পেয়েছে টাইগাররা। সবশেষ ২৮তম ওভারে আসিলা গুনারাত্নেকে (১৩) এলবিডব্লুর ফাঁদে ফেলেন শুভাশিস রায়। ৭০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে লঙ্কানরা।

গুনারাত্নের বিদায়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে দু’দল। শেষ হয়েছে দিনের প্রথম সেশন। এ রিপোর্ট লেখা অবধি শ্রীলঙ্কার সংগ্রহ ২৭.৪ ওভার শেষে চার উইকেটে ৭০। দিনেশ চান্দিমাল ২৭ রানে ব্যাট করছেন।

কলম্বোর পি সারা ওভালে নবম ওভারের মাথায় ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজের তালুবন্দি হন দিমুথ করুনারাত্নে (৭)। ১২তম ওভারে কুশল মেন্ডিসকে (৫) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান মিরাজ।

দলীয় ৩৫ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। ওপেনার উপুল থারাঙ্গাকে (১১) সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন উঠতি স্পিন অলরাউন্ডার মিরাজ।

গল টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৫৯ রানে হার মানতে হয়। সেই হতাশা ভুলে ‍এবার পি সারা ওভালে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। মাইলফলকের ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নামছে টিম বাংলাদেশ। মোট চারটি পরিবর্তন এসেছে। ফর্মহীনতায় বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। মুমিনুল হকও দলের বা‌ইরে।

পেসার শুভাশিস রায়ের একাদশে থাকা নিয়ে শঙ্কা থাকলেও বাদ পড়েছেন তাসকিন আহমেদ। তার জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। এদিকে, আবারো উইকেটকিপিং গ্লাভস হাতে নিচ্ছেন মুশফিকুর রহিম। নেটে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে বলের আঘাতে ছিটকে গেছেন লিটন দাস।

লিটনের ইনজুরির সুবাদে ঐতিহাসিক ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের। মুমিনুল ও মাহমুদউল্লাহর জায়গায় ফিটনেস সমস্যা কাটিয়ে দলে ফেরা ইমরুল কায়েস ও গল টেস্টে সুযোগ না পাওয়া সাব্বির রহমান।

লঙ্কান একাদশে বাড়তি ব্যাটসম্যান হিসেবে যুক্ত হয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা। বাদ পড়েছেন পেসার লাহিরু কুমারা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশিস রায়, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অসিলা গুনারাত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান।

আর পড়তে পারেন