সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর জন্মদিনে কুবি ছাত্রলীগের নানা আয়োজন, মিছিলে নিতে আবাসিক হলে তালা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৮, ২০১৯
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি :
আনন্দ শোভাযাত্রা, শিশুদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) শাখা ছাত্রলীগ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের মূল গেইট থেকে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে আনন্দ র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে জন্মদিন উপলক্ষ্যে আনন্দ মিছিলে যাওয়ার সময় আবাসিক হলে তালা দিয়ে শিক্ষার্থীদের মিছিলে নেয়ার অভিযোগ উঠেছে কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, দুপুরে কাজী নজরুল ইসলাম হল থেকে মিছিল বের করার প্রস্তুতি নেয় হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী হলের ভিতরে থাকলেও হল ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের উপস্থিতিতে গেইটে তালা দিয়ে দেয় ঐ হলের নেতা-কর্মীরা। এসময় গেইটে দায়িত্বরত সিকিউরিটি গার্ড মো: জাহাঙ্গীরকে মিছিল শেষ করে আসা পর্যন্ত হলের গেইট বন্ধ রাখার নির্দেশ দেয় তারা।

নাম প্রকাশ না করার শর্তে হলের সিনিয়র এক শিক্ষার্থী জানান, ‘পরীক্ষা এবং ব্যক্তিগত কাজের কারণে মিছিলে যেতে পারিনি। দুপুরে খাবার খেতে যেতে চাইলে নিচে গিয়ে দেখি হলের গেইটে তালা। এভাবে হল প্রশাসনের কোন নির্দেশনা ছাড়া জোরপূর্বক তালা দেয়াটা দু:খজনক।’
তবে নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে নজরুল হল ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন বলেন, ‘আমি ছিলাম না, আগে চলে গেছি। মনে হয় জুনিয়র পোলাপাইনে দুষ্টুমি করে তালা দিয়েছে। আমি জানি না এটা।’

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘বিষয়টি শুনেই সাথে সাথে তালা খুলে দিতে বলেছি। তালা দেয়ার কোন নিয়ম নেই। হলের সব শিক্ষার্থী তো আর ছাত্রলীগের রাজনীতি করে না।’

নজরুল হলের প্রাধ্যক্ষ মো: এমদাদুল হক জানান, আমি বিষয়টি জানি না। বিষয়টা আমি দেখছি।
এছাড়া র‌্যালী শেষে শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করে নেতা-কর্মীরা। পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে কেক কেটে জন্মদিন উদযাপন করা হবে বলে জানান শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।

এ সময় র‌্যালীতে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজসহ শাখা ছাত্রলীগের এবং হল ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন