মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৪, ২০২০
news-image

মোঃ আতিক, হোমনা ঃ
কুমিল্লার হোমনায় অধ্যক্ষ আবদুল মজিদ মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির ৩৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৩৭ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক চট্রগাম বিভাগ মো.সুলতান মিয়া, বিশেষ অতিথি ছিলেন হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম।

অধ্যক্ষ আবদুল মজিদ মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুল, রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী,হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বরুপ কুমার কর্মকার, বাঞ্ছারামপুর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন, দড়িচর রয়েল একাডেমীর প্রধান শিক্ষক মো.গিয়াস উদ্দিন মাষ্টার প্রমুখ।

জানা গেছে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল মজিদ এর নিজস্ব তহবিল থেকে শিক্ষা প্রণোদনা হিসেবে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধা যাচাই পরীক্ষায় মেধাবী ৩৬ জন শিক্ষার্থীর মাঝে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আর পড়তে পারেন