রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘প্রেমী ও প্রেমী’র ফারিয়ার নায়ক আরিফিন শুভ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২, ২০১৬

shuvo-nusrat-newsshomoyবিনোদন ডেস্ক: বেশ কদিন ধরেই শোনা যাচ্ছিল জাজ মাল্টিমিডিয়ার পরের সিনেমা ‘প্রেমী ও প্রেমী’। সিনেমায় থাকছেন নুসরাত ফারিয়া। তার বিপরীতে অভিনয় করবেন টালিগঞ্জের নায়ক ওম। কিন্তু আজ প্রযোজনা প্রতিষ্ঠানটি ঘোষণা দিলেন ওম নয়, ছবিতে ফারিয়ার নায়ক আরিফিন শুভ। মঙ্গলবার বিকেলে ছবিতে চুক্তিবদ্ধ হলেন শুভ। বড়পর্দায় এবারই প্রথমবারের মতো ফারিয়ার সঙ্গে জুটি বাধছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। ৫ মে থেকে ছবিটির শ্যুটিং শুরু হবে। ঢাকা, বান্দরবান ও হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং হবে।

নুসরাত ফারিয়া বলেন, ছবির গল্পটা অনেক সুন্দর। আর আরিফিন শুভর সঙ্গে এবারই প্রথমবারের মতো সিনেমায় কাজ করছি। কাজটা ভালো হবে আশা করি।’

premi o prmiউল্লেখ্য, আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে জাজা মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘হিরো ৪২০’ ছবিটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও কলকাতার ওম। ছবিটির পরিচালনা করেছেন সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল।

আর পড়তে পারেন