বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের মাঝে টিফিন বক্স ও পাখির বাসা বিতরন

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবীদ্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোর প্রকৃতি বিষয়ক আলোচনা সভা, টিফিন বক্স ও পাখির বাসা বিতরন করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) দুপুরে দেবীদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা আক্তার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম শওদাগরসহ আরো অনেকে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আমেরিকা প্রবাসী ডা. ফেরদৌস খন্দকার।