রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক নিয়ে আটক হওয়া জিহাদই এখন ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি!

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৮, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

মাদকসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে কারাবরণ করা যুবককে সাধারণ সম্পাদক করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিড়পুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণার পরই সমালোচনা শুরু হয়েছে চারদিকে।

চলতি বছরের ৩১ জানুয়ারি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তৌফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক কাউছার হানিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মিয়া মো: জুনায়েদ আহাম্মেদকে সভাপতি ও জিহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে স্থান পাওয়া সাধারণ সম্পাদক মো: জিহাদ হোসেন ২০২১ সালের ২৬ মে চৌদ্দগ্রামের মিয়ারবাজারের হাইওয়ে ইন রেস্টুরেন্টের সামনে থেকে বিপুল পরিমান মাদকসহ র‌্যাব-৭ সদ্স্যদের হাতে গ্রেফতার হন। পরে কারাবরণ করে জেল থেকে বের হন।

জিহাদ হোসেন চৌদ্দগ্রামের কোমারডগা গ্রামের মো: মোস্তফা কামালের ছেলে।

মাদক ব্যবসায়িকে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করার পর চারদিকে ক্ষোভ ও সমালোচনার জন্ম হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রনেতা জানান, অযোগ্য, অশিক্ষিত, মাদক ব্যবসায়ির স্থান হতে পারে না ছাত্রলীগে। যারা এমন ছেলেদের ছাত্রলীগে প্রবেশ করাচ্ছে তারা ছাত্রলীগকে ধ্বংস করার পায়তারা করছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তৌফিকুল ইসলাম সবুজ মঙ্গলবার রাতে মুঠোফোনে জানান, এই বিষয়ে সরাসরি দেখা করে কথা বলবো।

আর পড়তে পারেন