শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় করোনা পরীক্ষার জন্য আরো তিনজনের নমুনা সংগ্রহ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১০, ২০২০
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লা জেলার বরুড়া পৌরসভা থেকে করোনা ভাইরাস পরীক্ষা করার জন্যে আরো তিনজনের নমুনা সংগহ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে বরুড়া পৌরসদরের অজুর্নতলা গ্রাম থেকে একটি পরিবারের তিনজনের নমুনা সংগ্রহ করে উপজেলা হেলথ কমপ্লেক্সের কর্মকরত ডা. ভাস্কর, ডা.কামরুল হাসান ও টেকনোলজিস এমপিপিআই হারুনুর রশিদ।

এ পর্যন্ত বরুড়ায় ৮ জনের নমুনা সংগহ করা হয়েছে। এর আগের একজনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। পরের চারজনের পরীক্ষার ফলাফল এখনো জানানো হয়নি।

এ বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা ডা. নিশাত সুলতানা জানান, নতুন করে আরো তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা তিনজন একই পরিবারের। তারা গত কয়েদিন পূর্বে নারায়নগঞ্জ থেকে বরুড়ায় প্রবেস করে বলে তিনি সাংবাদিকদের জানান।

আর পড়তে পারেন