বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুমিল্লা উত্তর আ’লীগের সভাপতি-সম্পাদকের পুষ্পস্তবক অর্পণ
স্টাফ রিপোর্টারঃ
ধানমন্ডি ৩২-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রোশন আলী মাস্টার পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার বিকেলে এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
এদিকে কুমিল্লা উত্তরের সংসদ সদস্যদের সাথে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক বৈঠকে মিলিত হন। তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রোশন আলী মাস্টার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করলাম।
রোশন আলী মাস্টার বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের উপর দলের কুমিল্লা উত্তরের গুরু দায়িত্ব দিয়েছেন। আমার প্রাণ তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে দলকে শক্তিশালী করতে সব রকমের পদক্ষেপ গ্রহণ করা হবে। যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে দলীয় সকল কর্মসূচি। আমরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।