বনানীতে আগুনে আটকে পড়া রিপনের ফেসবুকে পোস্ট ‘সবাই আমারে মাফ করে দিস’

ডেস্ক রিপোর্ট :
বৃহস্পতিবার দুপুর একটার দিকে রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে আগুন লেগেছে। ভবনের ভেতরে এখনও অনেক মানুষ আটকে আছেন।
এ ঘটনায় আটকে পড়েছেন রিপন আহমেদ নামের এক মডেলও। বেলা ৩টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে জীবনের শঙ্কা প্রকাশ করেছেন তিনি। পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে ওই পোস্টে রিপন লিখেছেন, মা, মিনা, মিলন আপু, ফাহিম ভাই-
সবাই আমারে মাফ করে দিস। আগুন FR tower lift 13
এফআর টাওয়ারের ১৩ তলায় অবস্থান করা রিপন পোস্টে ৩টি ধোঁয়াচ্ছন্ন ছবিও প্রকাশ করেছেন।
এদিকে তিন ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের সঙ্গে বিমানবাহিনীর হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে পুরো ভবন। চারদিকে কালো ধোঁয়া দেখা গেছে।
ঘটনাস্থলে থাকা সমকালের প্রতিবেদক বকুল আহমেদ জানিয়েছেন, ভবনের ভেতর থেকে অনেকে হাত নাড়ছেন। উপরে থেকে শার্ট, প্যান্ট দিয়ে ইশারা করছেন অনেকে। এছাড়া উদ্ধারের জন্য চিরকুট লিখে নিচে ফেলছেন তারা।
আটকে পড়াদের মধ্যে অনেকে ভবনের কাঁচ ভেঙে দেয়াল বেয়ে নামার চেষ্টা করছেন। এছাড়া অনেকে রশি দিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন।