বরুড়ায় দেড় মাস পূর্বে বদলির আদেশ পেয়েও বহাল তবিয়তে এসিল্যান্ড নাহিদা সুলতানা
এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় উপজেলা সহকারী কমিশনার নাহিদা সুলতানা দেড় মাস পূর্বে বদলির আদেশ পেলেও তিনি বর্তমান কর্মস্থলে এখনো অবস্থান করছেন।
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন- ১ শাখার সিনিয়র সহকারী সচিব কে.এম. আল-আমীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বদলির আদেশ প্রদান করা হয়। যার স্মারক নং- ০৫.০০.০০০০.১৩৭.০০.০০৪.২০. ০৭৫)
যদিও প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা থাকলেও তা করা হয়নি।
এদিকে ভূমি অফিসে আনুমানিক সহস্রাধিক খারিজের আবেদন ঝুলে আছে বলে জানা গেছে। এতে করে বরুড়ার মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে।
কিছুদিন পূর্বে সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানার কাছে খারিজ জটিলতার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে বাধ্য নয় বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
বদলির বিষয়ে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা গনমাধ্যমকে বলেন, এ বিষয়ে বক্তব্য দিতে তিনি বাধ্য নন এবং ফোন রাখেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।