বরুড়ায় মাদক বিরোধী অভিযানে ৮ জন গ্রেফতার
এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত কয়েকদিনে ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
জানা যায়, বুধবার উপজেলার বিভিন্ন গ্রামে বরুড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আক্তার হোসেন (৩০), মাসুদ হোসেন (৩০), আবদুল কুদ্দুস (২৫), জুয়েল হোসেন (২২) কে আটক করে। এছাড়া গত কয়েকদিনে মাদক ব্যবসায়ী আবদুল হালিম (২৯), রেজাউল করিম (২৪), জাকির হোসেন (৩০) ও জাহাঙ্গীর হোসেন (৩৩) কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।
এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজম উদ্দিন মাহমুদ বলেন, রমজানে সারাদেশের ন্যায় বরুড়ায় মাদক বিরোধী অভিযানের অংশ বিশেষ হিসেবে ৮ মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা হাজতে প্রেরন করা হছে। মাদকের বিরুদ্ধে অভিযান অভ্যাহত থাকবে এবং ভবিশ্যতে এ অভিযান আরো জোরদার করা হবে।