বরুড়ায় স্বতন্ত্র প্রার্থী ফরহাদের ভোটার-এজেন্টদের ভয়-ভীতি প্রর্দশনের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়া উপজেলার ৩ নং উত্তর খোসবাশ ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আনারস ) মো: ফরহাদ হোসেনের ভোটার, কর্মী-সমর্থক ও ভোটকেন্দ্রের সম্ভাব্য এজেন্টদের ভয়-ভীতি প্রর্দশন করে কেন্দ্রে যেতে না করছে নৌকার প্রার্থী । এমন অভিযোগ এনে জেলা নির্বাচন কর্মকর্র্তা বরাবর লিখিত অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী (আনারস ) মো: ফরহাদ হোসেন।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে এই অভিযোগটি করা হয়েছে।
অভিযোগে মো: ফরহাদ হোসেন উল্লেখ করেন, আমার প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী মো: নাজমুল হাসান বিভিন্ন সময়ে আমার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। আমার কর্মী-সমর্থকদের অস্ত্র ঠেকিয়ে মারধর করছে। নৌকার প্রার্থী প্রকাশ্যে বলছে- উক্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৮ নং ও ৯ নং কেন্দ্র এবং ৪ নং ওয়ার্ডের ৪ নং কেন্দ্রে প্রকাশ্যে তাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তার বাহিনী দিয়ে ব্যালট পেপারে সিল মেরে বিজয় নিশ্চিত করবে। এই তিন কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আমার কোন এজেন্ট প্রবেশ করতে দিবে না। কেউ আমার পক্ষে এজেন্ট থাকলে তাকে এলাকাছাড়া করা হবে। প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।এমতাবস্থায় এই ইউনিয়নের তিনকেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।