সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ৮৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৩, ২০১৮
news-image

এমডি আজিজুর রহমান, কুমিল্লা:
ধর্ম যার যার, উৎসব সবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন গ্রামে ১৪ অক্টোবর ৮৬ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রায় ২৫টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা অনুষ্ঠেয় পূর্বক বাকি মন্ডপগুলোও পরিদর্শন করবেন বলে জানা যায়।

এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শান্তিপূর্নভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রসাশনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূজা অনুষ্ঠানের জন্য ৮৬টি মন্ডপ প্রস্তুত। নির্বিঘ্নে হিন্দৃ ধর্মালম্বীরা পূজা উদযাপন করতে পারবেন। যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রত্যেকটি পূজামন্ডপে ৪ থেকে ৬ জন করে আনসারসহ পুলিশও থাকবে মনিটরিং এর দায়িত্বে।

এ বিষয়ে বরুড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন বনিক মাষ্টার বলেন, সারাদেশে প্রতি বছরের ন্যায় এবছরেও পূজার সকল প্রস্তুতি সম্পন্ন। এছাড়াও উপজেলার কোথাও কোনরকম অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। প্রসাশনের সকল উদ্যোগ সন্তোষজনক বলে জানান।

আর পড়তে পারেন