শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয় তৃতীয় প্রতিযোগিতায় কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৯, ২০২৫
news-image

 

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারে বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয় তৃতীয় প্রতিযোগিতায় কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ হয়েছেন ।

কুমিল্লা থেকে ৩৫ জনের একটি টিম কক্সবাজার গিয়েছে, যার মধ্যে প্রতিযোগী ছিল ২১ জন ।

তিনটি গোল্ড পদক, চারটি সিলভার পদক এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়ে কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ হয়েছে ।

সেন্সি মোঃ নূরে আলম বিচারকের দায়িত্ব পালন করেন ।

টিম ম্যানেজার ছিলেন কুমিল্লা বকশিয়া দরবার শরীফের সাবেক গদিসিন ইউনুস গাফফারী ।

ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি মোঃ নুরে আলম খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন