বাইউস্টের ইংরেজি বিভাগে নবাগতদের বরণ ও অষ্টম ব্যাচের বিদায় অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) ইংরেজি বিভাগে স্প্রিং ২০২৩ এ ভর্তিকৃত নবাগতদের বরণ ও অষ্টম ব্যাচের বিদায় অনুষ্ঠান গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থী মারিয়া ফরহাদ ও সামিনুল ইসলামের সঞ্চালনায় পরিচালিত আনুষ্ঠানে বিদায়ী ব্যাচের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন অষ্টম ব্যাচের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন মোহাম্মদ নাইম ও সামিয়া আলম অবন্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও কোষাধ্যক্ষ প্রফেসর কর্ণেল মোশাররফ হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিভাগের শিক্ষা-কার্যক্রমের প্রশংসা করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ব্রান্ড এম্বাসেডর হিসেবে ভূমিকা পালনের পরামর্শ দেন।
ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মো. আবদুর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ডিরেক্টর ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. কে আহমেদ আলম। অধ্যাপক আলম শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও সাহিত্যের জগতে নিজেদের অর্জিত মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ কর্মজীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
বিভাগের শিক্ষার্থীরা আবৃত্তি, গান ও নাচ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটিকে সবার কাছে উপভোগ্য করে তোলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও স্বনামধন্য সংগীত শিল্পী অর্ণব এবং তার ব্যান্ডদল “সরলা”।