বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নরহরিপুর ফাজিল মাদ্রাসায় জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১২, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামে অবস্থিত নরহরিপুর ফাজিল মাদ্রাসা। ১৯১০ সালে সাবেক বৃহত্তর লাকসাম উপজেলার সর্ব প্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা এটি। প্রতিষ্ঠার ১০৭ বছর অতিক্রম করলেও এখানো কোন উন্নয়ন হয়নি বলে জানা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার বর্তমান অবকাঠামোর অবস্থা খুবই লাজুক। ছাত্র-ছাত্রীর তুলনায় এখানে কোন পর্যাপ্ত ক্লাসরুম নেই। ৩টি ভবন থাকলে ও পূর্ব পাশের পুরাতন বাশঁ ও টিন দিয়ে তৈরি পুরাতন ঘরটির যায় যায় অবস্থা । যে কোন সময় এটি ভেঙ্গে পরার সম্ভাবনা। জীবনের ঝুকিঁ নিয়ে তবুও ক্লাস করছে শিক্ষার্থীরা। মাঠ নিচু হওয়ায় আশে পাশের ডোবার পানি এসে যা ক্লাস রুমে প্রবেশ করে। সামান্য বৃষ্টি হলেই পুরো মাঠ পানির নিচে ডুবে যায়। হঠাৎ কেউ আসলে বুঝার উপায় নাই যে এটা কি খেলার মাঠ? ফলে খেলার থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। এমন পরিবেশে জীবনের ঝুকিঁ নিয়ে কেউ মাদ্রাসায় আসতে চায় না। ফলে কমতে শুরু করেছে ছাত্র-ছাত্রীর সংখ্যা, কমতে শুরু করেছে শিক্ষার হার, নষ্ট হচ্ছে শিক্ষার মান।

এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক পরিচালক কমিটির সহ-সভাপতি মাষ্টার দ্বীন মোহাম্মদ জানান, ১০৭ বছর মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে । এ মাদ্রাসার অনেক পরে প্রতিষ্ঠিত হয়েও অন্য মাদ্রাসা অনেক দূর এগিয়ে গেছে। আমরা ১০৭ বছর পিছনে পরে আছি। আমাদের মাননীয় সংসদ জনাব তাজুল ইসলামের কাছে আমরা একটি দ্বিতল ভবনের অবদার করেছি। তিনি আমাদের আশ্বাস্ত করেছেন। এ ব্যাপারে আমরা সবাই আন্তরিক।

এমতাবস্থায় মাদ্রসাটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

আর পড়তে পারেন