শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে বিএনসিসি প্লাটুনের ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৩, ২০১৭
news-image

শাহাদাত বিপ্লব,কুবি:

জ্ঞান, শৃঙ্খলা, একতা এ মূলমন্ত্রে পরিচালিত হওয়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ৭ম ব্যাচের নতুন সদস্যদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ ও ২০১৫-১৬ সেশনের মোট ১২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে ৬০ জনকে ক্যাডেট হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হবে। নতুন সদস্যদের নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির এটি ৭ম ব্যাচ।

পরীক্ষার সময় উপস্থিত ছিলেন বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমুল ইসলাম, ক্যাডেট আন্ডার অফিসার মো: সোহান শেখ এবং প্লাটুনের সিনিয়র ও জুনিয়র ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ এপ্রিল বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন যাত্রা শুরু করে। বর্তমানে ৩১ জন পুরুষ ও ২০ জন নারী ক্যাডেট রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এ প্লাটুনে। আর প্রত্যেক ক্যাডেটের মেয়াদ থাকে তিন বছর পর্যন্ত।

আর পড়তে পারেন