রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবা হতে চান? জেনে রাখুন, কে আপনার স্বপ্নের পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে?

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৩, ২০১৬

father-timebdnewsপুরুষদের মোবাইল বা আধুনিক গ্যাজেটস ব্যবহারে আসক্তি কম, তাঁদের তুলনায় মোবাইল ব্যবহারকারী পুরুষদের মধ্যে ৪৭%-এরই স্পার্ম কাউন্ট অনেকটাই কম।

সতর্ক থাকুন
আপনার সাধের মোবাইলটি আপনাকে সন্তান সুখ থেকে বঞ্চিত করতে পারে। মোবাইলে অতিরিক্ত আসক্ত পুরুষদের নিয়ে এক বছর ধরে গবেষণা চালানোর পরে ইজরায়েলের টেকনিয়ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অন্তত এমনই দাবি করছেন।
গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী, ট্রাউজার্সের পকেটে মোবাইল রাখলে পুরুষদের স্পার্ম কাউন্ট লক্ষ্যণীয়ভাবে কমে যায়। কারণ অণ্ডকোষ থেকে মাত্র কুড়ি ইঞ্চি দূরে ট্রাউজার্সের পকেটে থাকা মোবাইল ফোন থেকে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বার হয়, তা পুরুষদের প্রজনন ক্ষমতার উপরে মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলে। গবেষণায় প্রকাশ, যে পুরুষদের মোবাইল বা আধুনিক গ্যাজেটস ব্যবহারে আসক্তি কম, তাঁদের তুলনায় মোবাইল ব্যবহারকারী পুরুষদের মধ্যে ৪৭%-এরই স্পার্ম কাউন্ট অনেকটাই কম।
এমনকী, দিনে সব মিলিয়ে একঘণ্টা মোবাইলে কথা বলা, বা রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন শর্টস বা পায়জামার পকেটে রাখলেও একই রকম ক্ষতি হতে পারে।
ফলে, বাবা হতে চাইলে মোবাইল ফোন ব্যবহার কমান। মোবাইলটি ট্রাউজার্সের পকেটে না রেখে বুক পকেটে রাখুন। ঘুমনোর সময় মোবাইল ফোনটি বিছানার পাশে টেবিল বা অন্য কিছুর উপরে রেখে নিশ্চিন্তে ঘুমোন।

আর পড়তে পারেন