শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দলীয় কার্যালয় তৃতীয় দিনের মতো পাহারায় ছাত্রদল

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১১, ২০১৬

studant dol
নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত ও বিদ্রাহীদের বিক্ষোভ ঠেকাতে তৃতীয় দিনের মতো কার্যালয় পাহারায় নয়াপল্টনে অবস্থান নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

রাজধানীর নয়ালল্টনে সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় আন্দোলনকারীরা ছাত্রদলের অফিস পুড়িয়ে দেওয়ার পর থেকে কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিদিনই কার্যালয় পাহারা দিচ্ছেন পদধারী নেতারা। বৃহস্পতিবারও সকাল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আছেন এই নেতাকর্মীরা।

রোববার রাতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সোমবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চতুর্থ তলায় ছাত্রদলের অফিস পুড়িয়ে দেয় পদবঞ্চিত ক্ষুব্ধরা। সে সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রাখা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ম্যুরালও ভাঙচুর করে তারা।

ওই ঘটনার পর মঙ্গলবার এবং সর্বশেষ বুধবারও দিনব্যাপী কার্যালয় পাহারা দেওয়ার জন্য সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিন বিকেলে পদধারী নেতা এবং তাদের কর্মীদের সঙ্গে পদবঞ্চিত-ক্ষুব্ধ নেতাকর্মীদের ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার বিএনপি অফিসের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

পিদবঞ্চিতদের পাশাপাশি অনেক ক্ষুব্ধ নেতা রয়েছেন যারা ছাত্রদলের কমিটিতে পদ পেয়েছেন কিন্তু সেই পদ তাদের কাক্সিক্ষত নয়।

আর পড়তে পারেন