বাবা হারানোর বেদনা
. সাইদুল হাছানঃ
বাবা তুমি চলে গেছ,
আমায় করে একা,
কতদিন পার হল বাবা,
পাইনা তোমার দেখা।
তোমার মায়াভরা মুখখানী,
আজও চোখে ভাসে,
সুখে-দুঃখে সবসময়,
ছিলা মোর পাশে।
আজ তুমি শুয়ে আছ,
অজানা দিগন্তে,
স্মৃতিগুলো রেখে গেছ,
আমার এই অন্তরে।
কোলে বসিয়ে আদর করতে,
চুমু দিতে মোর গালে,
বাজার থেকে ফিরে আসলে,
মজা দিতে মোর হাতে।
অচেনা শহরে আছো তুমি,
দোয়া করিও আমায়,
তোমার দোয়ায় বড় হব,
এই যে দুনিয়ায়।
অশ্রুভেজা হৃদয় নিয়ে,
তোমায় খুঁজে যাই,
আখিরাতে জান্নাত যেন,
তোমার পাশে পাই।
-মো:সাইদুল হাছান।
ইন্টার ২য় বর্ষ,কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়।
চকবাজার,আদর্শ সদর,কুমিল্লা।