শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপিকে বাদ দিয়ে কিছু করলে জনগণ মানবে না: ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩, ২০২৪
news-image

বিএনপিকে বাদ দিয়ে কিছু করলে জনগণ মানবে না: ফখরুল

ডেস্ক রিপোট:

চক্রান্ত করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করলে জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

মির্জা ফখরুল বলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কেবল বিএনপির নন, অন্যান্য দলের নেতাদের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। তিনি ঢাকার সব সড়কের নামকরণ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির নামে করেছিলেন।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, এখন তরুণদের যুগ। একসময় ঢাকায় আব্বাস ও খোকা ভাইয়ের প্রভাব ছিল। বর্তমান তরুণদেরও সেই প্রভাব বিস্তার করতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একসময় খোকা ভাইয়ের কাছে পরাজিত হয়েছিলেন। মানুষ যখন তাকে তাদের কাছের মানুষ হিসেবে বেছে নেয়, তখনই তিনি জনগণের প্রিয় হয়ে ওঠেন। তিনি আরও জানান, খোকার মৃত্যু তাদের কাছে পাহাড়ের মতো ভারী ছিল এবং তিনি কখনও উত্তেজিত হতেন না; সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকাবাসী ভাগ্যবান যে তারা মির্জা আব্বাস ও সাদেক হোসেন খোকার মতো কর্মীবান্ধব নেতাদের পেয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আন্তর্জাতিক কমিটির সদস্য ও সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন প্রমুখ।

আর পড়তে পারেন