বিদেশে পালানোর সময় কুমিল্লার মহিউদ্দিন হত্যার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক ঃ
কুমিল্লার মেঘনার মহিউদ্দিন হত্যা মামলার তিন নম্বর আসামি মো. হৃদয় মিয়া বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন। হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মেঘনা থানার এসআই মো. নাজির হোসেন শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি হৃদয় বিদেশে পালানোর প্রস্তুতি নিলে গত ১৬ নভেম্বর তাকে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ শাখাকে (ইমিগ্রেশন) অবহিত করা হয়। এর প্রায় তিন মাস পর গত শুক্রবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন এ আসামি।
পরে মেঘনা থানায় খবর দিলে এসআই নাজির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মেঘনা নিয়ে যান।
উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর মেঘনার শিবনগর গ্রামে সালিশে পিটিয়ে হত্যা করা হয় ওষুধ ব্যবসায়ী গোলাম মহিউদ্দিনকে। নিহতের তিন সন্তানের সবাই প্রতিবন্ধী।