সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিবিরবাজারে অটোরিক্সা চালককে জবাই করে হত্যা, আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৪, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর উপজেলায় আলকাছ মিয়া (৫০) নামের এক অটোরিক্সা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের পর রাতেই চকবাজার ফাঁড়ির ইনচার্জ সালাহউদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই মফিজুল, এএসআই নজরুল, এএসআই সত্যজিতসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুই ঘাতককে আটক করে।
শুক্রবার (২৩ জুন) রাত ১২ টায় সদরের বিবিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া ঘাতককের পরিচয় জানায়নি পুলিশ।
নিহত আলকাছ মিয়া কুমিল্লা সদরের পাথুড়িয়াপাড়া এলাকার বাসিন্দা।
কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহ উদ্দিন জানান, যাত্রী নিয়ে বিবিরবাজার থেকে আসার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ২ ঘাতককে আটক করা হয়েছে।

আর পড়তে পারেন