বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ,ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক কাজী মোসাম্মৎ খাদিজা বেগম, নার্গিস আক্তার, ফারজানেরা বেগমসহ সকল শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে ভালো ফলাফল করার জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম তাসফি মোস্তফা, চতুর্থ শ্রেণী, আরিবা বিনতে আরিফ, চতুর্থ শ্রেণী, ইয়ামান সাফওয়া তাহিম,চতুর্থ শ্রেণি, জান্নাতুল ফেরদৌস, পঞ্চম শ্রেণী, তামান্না আক্তার, পঞ্চম শ্রেণী ও নুসরাত জাহান নিহা, পঞ্চম শ্রেণী।