শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ের কাবিলায় সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০১৭
news-image

সাকিব আল হেলাল।।
বুধবার (০৯আগষ্ট) বেলা ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের কাবিলা কাজির দোকান এলাকায় রাস্তা পারাপারের সময় এক শিশু নিহত ও এক নারী মারাত্বকভাবে আহত হন।

নিহত শিশু শাফির বয়স ৫ মাস। শিশুটি বেশ কয়েকদিন ধরে নিমোনিয়া জ্বরে ভুগছিল। শিশু শাফিকে ডাক্তার দেখানোর জন্য বাচ্চাটিকে কোলে নিয়ে তার মামানী কোহিনুর বেগম(২৬) রাস্তা পার হওয়ার সময় হটাৎ করে মোটর সাইকেল এসে ধাক্কা দিলে শিশু কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। কোহিনুর বেগম মারাত্বকভাবে আহত হলে কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবী কোহিনুর বেগমের দুটি পা ভেঙ্গে চূরমার হয়ে গেছে। নিহত শিশু শাফি আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের জাঙ্গালীয়া(কাশারীখোলা) গ্রামের ইউছুফ মিয়া ও মর্জিনা বেগমের একমাত্র ছেলে।আহত কোহিনুর বেগম বরুড়া উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের বগাবাড়ীয়া গ্রামের খোকন মিয়ার স্ত্রী।

আর পড়তে পারেন