রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে নারী শিশু মামলা’র ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২১, ২০১৯
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল :

কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশ মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারী শিশু মামলা’র ওয়ারেন্টভূক্ত আসামী মিজান (২৬)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযানে গোপন সংবাদের ভিত্তিকে নারী শিশু-৪৯৮/১৫ এর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিজানকে গ্রেফতার করা হয়েছে।

মিজান বুড়িচং উপজেলার জগতপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জুজু মিয়ার ছেলে।

এ ব্যাপারে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, গ্রেফতারকৃত আসামী মিজান দীর্ঘদিন যাবৎ নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাহার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বুধবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আর পড়তে পারেন