বুড়িচংয়ে পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যাওয়া শিশুর ক্ষতবিক্ষত মরদেহ ৩ দিন পর উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যাওয়া শিশু সাদিয়া আক্তারের (৬) ক্ষতবিক্ষত মরদেহ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) দুপুরে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা নবীয়াবাদ এলাকায়
বাড়ির পাশের বিলে শিশুটির মরদেহ ভেসে উঠে। শনিবার দুপুরে বাড়ির পাশের পাহাড়ী ঢলে প্রচন্ড স্রোতের মধ্যে মার সঙ্গে মাছ ধরতে গিয়ে স্কুল ছাত্রী স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
নিহত সাদিয়া আক্তার জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার নবীয়াবাদ গ্রামের মাসুক মিয়ার মেয়ে। সে স্থানীয় ধারেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, বাকঁ প্রতিবন্ধী শাহিন আক্তার (২৬) শনিবার ভারি বর্ষণের সময় ভারতীয় পাহাড়ী ঢলের প্রচন্ড ¯্রােত চলার সময় তার মেয়ে সাদিয়া আক্তারকে নিয়ে মাছ ধরতে গিয়ে স্রোতে শিশুটি তলিয়ে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন পানিতে সাদিয়া আক্তারকে ৩ দিন ধরে খোজাখুজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায় নি।
সোমবার দুপুরে বাড়ি থেকে কিছুটা অদূরে সাদিয়া আক্তারের ক্ষত বিক্ষত মৃতদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে আনে। এরপর সাদিয়ার মৃতদেহ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের পিতা মাসুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।