বুড়িচংয়ে ১১০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সাকিব আল হেলাল:
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল বাজার হতে বুধবার (১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২টায় টায় ১১০ কেজি গাঁজাসহ ছাইদুল প্রকাশ জহির(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহান সরকারের নেতৃত্বে বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক(পিপিএম)ও তার সংঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনাকালে বুড়িচং উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে মেসার্স সাইমন এন্টারপ্রাইজ নামক দোকানের পার্শ্ব হইতে মাদক ব্যবসায়ী মোঃ ছাইদুল প্রকাশ জহিরকে ১১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পুলিশের সূত্রে জানা যায়, ঐ মাদক ব্যবসায়ী জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।