শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে হারালো শ্রীলংকা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৫, ২০১৯
news-image

 

ডেক্স রিপোর্টঃ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ ওভারে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৮৭ রানের সহজ টার্গেটে ছিল আফগানিস্তানের সামনে। তবে নুয়ান প্রদীপ ও লাসিথ মালিঙ্গাদের বিধ্বংসী বোলিংয়ে ৩৪ রানে হারতে হলো তাদের। সেই সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল লঙ্কানরা। আর পর পর দুই ম্যাচে হার দেখলো আফগান ক্রিকেট দল।
মঙ্গলবার (জুন ০৪) কার্ডিফে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে দু’দল।

১৮৭ রানের লক্ষ্যে শুরুটা অবশ্য ভালো করেছিল আফগানিস্তান। ৪.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৩৪ রান তুলে ফেলেন দুই ওপেনার হজরউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহাজাদ। তবে এরপরেই ম্যাচে ফেলে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে তুলে নেয় শাহাজাদ, জাজাই, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদী ও মোহাম্মদ নবীকে। এদের মধ্যে জাজাই ২৫ বলে সর্বোচ্চ ৩০ রান করেন।

আফগান অধিনায়ক গুলবাদিন নাঈবকে ব্যক্তিগত ২৩ রানে এলবির ফাঁদে ফেলেন প্রদীপ। পরে রশিদ খানকে (২) ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন এই বোলার। আর দাওলাত জাদরানকে ৬ রানে বোল্ড করে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান লাসিথ মালিঙ্গা।

দলীয় সর্বোচ্চ ৪৩ রান করা নাজিবুল্লাহ জাদরান শেষ দিকে রান আউটের শিকার হলে ম্যাচ পুরোপুরি শ্রীলঙ্কার দিকে ঘুরে যায়। আর হামিদ হাসানকে বোল্ড করে আফগানদের জয়ের স্বপ্নকে মাটিতে নামান মালিঙ্গা।

প্রদীপ লঙ্কানদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান। মালিঙ্গা তুলে নেন তিনটি। এছাড়া ইসুরু উদানা ও থিসারা পেরেরা একটি করে উইকেট পান।

এর আগে ৩৩ ওভারে বৃষ্টির কারণে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস থেমে যায়। অবশেষে প্রায় দুই ঘণ্টা পর ম্যাচটি ফের শুরু হলো। তবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার জন্য ৪১ ওভার করে বেধে দেওয়া হয়েছে। কিন্তু ৩৬.৫ ওভারে ২০১ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। যেখানে ডার্কওয়ার্থ-লুইস (বৃষ্টি আইন) পদ্ধতিতে আফগানরা ১৮৭ রানের টার্গেট পায়।

উদ্বোধনী জুটিতে ৯২ তুললেও পরের ৮৮ রানেই ৮ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা। আফগানিস্তান স্পিনার মোহাম্মদ নবী ও অন্য বোলারদের তোপে একেবারে লণ্ডভণ্ড হয়ে পড়ে দিমুথ করুনারন্তের দল।

লঙ্কানদের ৪ উইকেটই নিয়েছেন নবী। তিনি অধিনায়ক দিমুথ করুনারতেœকে (৩০) ফিরিয়ে ৯২ রানের ওপেনিং জুটি ভাঙেন।

এরপর থিরিমান্নেকে নিয়ে কুশল পেরেরা লঙ্কানদের বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু ১৪৪ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ১৫৯ পৌঁছাতেই শ্রীলঙ্কা হারিয়ে ফেলে ৬ উইকেট।

হ্যাটট্রিক না হলেও এক ওভারে পরপর তিন শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ইনিংসের ২১তম ওভার ও নিজের পঞ্চম ওভারে তিনি সাজঘরে ফেরান লাহিরু থিরিমান্নে (২৫), কুশল মেন্ডিস (২) ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে(০)।

নবীর তাণ্ডবের পরের ওভারে অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভাকে আউট করেন হামিদ হাসান। উজ্জীবিত আফগানদের সামনে চাপে পড়া শ্রীলঙ্কাকে উদ্ধার করতে পারেননি থিসারা পেরেরাও। লঙ্কান অলরাউন্ডারকে ব্যক্তিগত ২ রান এবং দলীয় ১৫৯ রানের মাথায় রান আউট করে সাজঘরে ফেরান উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ।

দলকে একপাশ আগলে রাখা কুশল পেরেরা রশিদ খানের বলে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ৮১ বলে ৮টি চারের সাহায্যে ৭৮ করে মোহাম্মদ শাহাজাদকে ক্যাচ দেন। আর সর্বশেষ উইকেট হিসেবে ইসুরু উদানাকে (১০) বোল্ড করেন দাওলাত জাদরান।

বৃষ্টির পর লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ টিকতে পারেননি। জাদরানের শিকারে মালিঙ্গা (৪) ও রশিদ খানের তোপে প্রদীপ (০) মাঠ ছাড়েন।

আফগান বোলারদের মধ্যে নবী সর্বোচ্চ ৪টি উইকেট পান। এছাড়া রশিদ ও জাদরান দুটি করে উইকেট পান। আর হাসান হামিদ একটি উইকেট দখল করেন।

আর পড়তে পারেন