শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাটিংএ নামিবিয়ার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২, ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে নামিবিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত নামিবিয়ার সংগ্রহ ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৮ রান। লোহান লরেন্স ১৩ এবং জার্গেন লিন্ডে ২ রান নিয়ে ব্যাট করছেন।12662707_585880594895183_8896357317420766528_n

মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা মেহেদী হাসান মিরাজ।

চতুর্থ ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। দলীয় ৬ রানে এসজে লফটি এটনকে নাজমুল হাসান শান্তর তালুবন্দি করে সাজঘরে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন। ১০ রানে জেন গ্রিন রানআউট হলে চাপে পড়ে সফরকারীরা। সেখান থেকে কিছুটা থিঁতু হওয়ার আগেই নাইকো ডেভিনকে তুলে নেন সালেহ আহমেদ শাওন। বোল্ড হওয়ার আগে তিনি করেন ১৯ রান। পরে মাইকেল ভন লিনজেন ব্যক্তিগত ৪ রানে মিরাজের বলে লেগ বিফোরের ফাদেঁ পড়েন। এই উইকেটের মাধ্যমে মিরাজ যুব ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করলেন। তার উইকেট সংখ্যা এখন ৭৩টি।

ইতিমধ্যে টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ যুবারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। শেষ আট নিশ্চিত করেছে প্রতিপক্ষ নামিবিয়াও। প্রথম দুই ম্যাচে রান রেটে বাংলাদেশের চেয়েও এগিয়ে তারা। ফলে এই ম্যাচ গ্রুপ সেরা হওয়ার সাথে মর্যাদার লড়াইও বাংলাদেশের জন্য।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে এ ম্যাচটা তো ফাইনালই মনে হচ্ছে! কারণটাও সহজ, নামিবিয়াকে হারাতে পারলেই শেষ আটে প্রতিপক্ষ হবে নেপাল। সেক্ষেত্রে সেমিফাইনালের পথটা সহজ হয়ে যাবে বলে মনে করছেন স্বাগতিক অধিনায়ক।

প্রথম ম্যাচে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৪৩ রানে হারায়। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের জয়। নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচ নিয়ে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘গ্রুপের শেষ ম্যাচটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ ম্যাচটি জিততে পারলে কোয়ার্টার ফাইনাল আমাদের জন্য তুলনামূলক সহজ হবে। বলতে পারেন, সেমিফাইনালের রাস্তা মসৃণ হয়ে যাবে।’

প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে শুরুতে ধাক্কা খেলেও তা সামলে নিয়েছেন বাকিরা। নাজমুল হোসেন ধারাবাহিক ছন্দে রয়েছেন। মিডলঅর্ডারে মেহেদীও রান পাচ্ছেন। আজও তাই বড় সংগ্রহের আশা করছে বাংলাদেশ। বোলিংয়ে স্পিন মূল শক্তি হলেও পেসাররাও প্রথম দুই ম্যাচে ভালো করেছেন।

এদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছে নামিবিয়াও। তারা দাপটের সঙ্গে দুটি জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। কোচ নর্বার্ট মানিয়ান্ডে বলেন, ‘দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি, এখন আমরা তাকিয়ে বাংলাদেশ ম্যাচের দিকে। অবশ্যই আমরা চাইব গ্রুপের সেরা দল হতে।’