ব্রাজিলকে একহালি দিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে

২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে আর্জেন্টিনার মাত্র একটি পয়েন্টই যথেষ্ট ছিল। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে খেলতে নেমেছে সম্পূর্ণ ভিন্ন মনোভাব নিয়ে। প্রতিপক্ষ যে ব্রাজিল, সেটা তাদের জন্য কোনো বিষয়ই ছিল না। মেসি বা লাউতারো মার্টিনেজের মতো স্ট্রাইকার না থাকলেও তাদের কোনো অভাব পড়েনি।
বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্টালে ব্রাজিলকে তুচ্ছজ্ঞান করেছিল হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেতৃত্বাধীন আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীকে মাঠে দাঁড়াতেই দেয়নি তারা। ব্রাজিলের জালে একের পর এক গোল ঢুকিয়ে শেষ পর্যন্ত ৫-১ গোলে বিধ্বস্ত করেছে সেলেসাওদের।
এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম এবং বিশ্বে তৃতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে। এর আগে জাপান ও নিউজিল্যান্ড প্রথম দুই দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
আর্জেন্টিনার পক্ষে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ানো আলভারেজ (সিমিওনে)। ব্রাজিলের একমাত্র গোলটি এসেছে ম্যাথিয়াস কুন্হার বুট থেকে।
আসলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই উরুগুয়ে-বলিভিয়া ম্যাচ ড্র হওয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু তারা শুধু ড্র নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।
১৪ ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ৩১। একই সংখ্যক ম্যাচে ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে ২১ পয়েন্ট নিয়ে। ইকুয়েডর ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর উরুগুয়ে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ৬টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এখনো ৪ রাউন্ড বাকি থাকলেও আর্জেন্টিনা ইতিমধ্যেই শীর্ষে।
এই ম্যাচের পর ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়রের উপর চাপ বেড়েছে। আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবলের সামনে ব্রাজিলিয়ানরা সম্পূর্ণ অসহায় ছিল। সত্যি বলতে, ব্রাজিলের গোল বেশি হয়নি এটা নিয়েই তারা ভাগ্যবান।
এর আগে বৃহস্পতিবার ব্রাজিল কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছিল। কিন্তু কার্ড ও ইনজুরি সমস্যায় মূল একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয়েছিল তাদের। গোলরক্ষক অ্যালিসন বা এডারসন কোনটাই উপস্থিত ছিলেন না। তৃতীয় গোলরক্ষক বেন্তোকে মাঠে নামাতে বাধ্য হয়েছিলেন কোচ। এছাড়া মিডফিল্ডার গার্সন ইনজুরিতে আর গ্যাব্রিয়েল মাগালেস ও ব্রুনো গিমারেস কার্ড সমস্যায় অনুপস্থিত ছিলেন।
ফলে ব্রাজিলকে ৬ পরিবর্তন নিয়ে মাঠে নামতে হয়। কিন্তু এই পরিবর্তিত দল পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রথমার্ধেই ৩ গোল খেয়ে ম্যাচের গতি হারায় তারা।
মেসি বা মার্টিনেজ না থাকলেও আর্জেন্টিনার মোটিভেশনের কোনো অভাব ছিল না। বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় ম্যাচ শুরুর আগেই উৎসবের আমেজ তৈরি হয়েছিল। মাঠে তারাই প্রাধান্য বিস্তার করে। চতুর্থ মিনিটেই থিয়াগো আলমাদার পাস থেকে হুলিয়ান আলভারেজ প্রথম গোলটি করেন। এরপর এনজো ফার্নান্দেজের দারুণ শটে দ্বিতীয় গোল আসে।
২৬ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর ভুল পাসে ব্রাজিলের ম্যাথিয়াস কুন্হা এক গোল ফেরত আনে। কিন্তু ৩৭ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে আবার ২ গোলের ব্যবধান তৈরি করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৭১ মিনিটে সাবস্টিটিউট জুলিয়ানো আলভারেজ (সিমিওনে) পঞ্চম গোলটি করেন।
এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তাদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করেছে। অন্যদিকে ব্রাজিলকে এখন অনেক প্রশ্নের মুখে পড়তে হবে।