শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৮, ২০২৪
news-image

ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ জামসেদ আলম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

গত শনিবার বিকেলে উপজেলা শশীদল ইউনিয়নের শশীদল পাঁচপীর মাজার এলাকায় দোকান নিয়ে পূর্ব শত্রুতা জের ধরে এ হামলা করে দুর্বৃত্তরা ৷

এ বিষয়ে সোমবার মোঃ জামশেদ আলমের ভাতিজা মোঃ রনি হাসান ব্রাহ্মণপাড়া থানায় ৮ জনকে আসামি করে এটি মামলা দায়ের করে।

আহত মোঃ জামসেদ আলম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জামশেদ আলম উপজেলার দক্ষিণ শশীদল এলাকার মৃত. আবদুর রহমানের ছেলে।

আসামীরা হলেন, উপজেলার শশীদল উত্তর পাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রবিউল হাসান রবি (৩২), তার ভাই মাহবুব আলম (২৩), একই এলাকার রঙ্গু মিয়ার ছেলে রুহুল আমিন (৩০), মৃত মতি মিয়ার ছেলে আশিক (৩০), মৃত আলী আশবের ছেলে ফয়েজ (৩৬), মৃত সুরুজ মিয়ার ছেলে রুবেল (৩০), তার ভাই জুয়েল (৩৪), দক্ষিণ শশীদল গ্রামের আব্দুল জলিলের ছেলে সালাম (৩২)সহ অজ্ঞাত ৫-৬ জন।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবত উপজেলার শশীদল রেলস্টেশনের পাশে একটি মুদি দোকানকে কেন্দ্র করে একই এলাকার মোঃ রবিউল হাসান এর সাথে মোঃ জামসেদ আলমের বিরোধ চলছিল। শনিবার বিকেল সাড়ে ৫ ঘটিকায় মোঃ জামশেদ আলম দোকান থেকে বাড়ি ফেরার পথে শশীদল পাঁচপীর মাজার এলাকায় (পলাশের দোকানের সামনে) পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা তার ওপর দা, ছেনি, লোহার রড, চাপাতি ও লাঠি দিয়ে কতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।এ সময় তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার তদন্তকারী অফিসার এসআই শিশির ঘোষ জানান, আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আর পড়তে পারেন