ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সত্যের পক্ষে একঝাঁক কলম সৈনিকের সংগঠন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব।
শনিবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আবদুল আলীম খান।
সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, মোঃ বিল্লাল হোসেন সরকার, সৌরভ মাহমুদ হারুন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইউনুস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওসমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, প্রচার সম্পাদক মোঃ সোহেল খান চৌধুরী, অর্থ সম্পাদক কাজল সরকার, দপ্তর সম্পাদক শরীফ খান আকাশ, সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম রোমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু, কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন, এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র এক্সিকিউটিভ কামাল হোসেন, ছালে আহমেদ সেন্টু, আফসার উদ্দিন।
সভায় কর্মরত সাংবাদিকবৃন্দ আগামী দিনে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন,সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। দেশ ও জাতির কল্যাণে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এ দায়িত্ব পালন করে যাবে। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মরত সাংবাদিকরা।