ব্রাহ্মণপাড়ায় ১২০ কেজি গাঁজাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১২০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
কুমিল্লা ডিবি পুলিশ সূত্র জানায়, ১২ মে ভোররাতে কুমিল্লার ডিবির এসআই মোঃ সহিদুল ইসলাম পিপিএম, এসআই মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম, এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই মোঃ শাহাবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানার একটি মাদক মামলার পলাতক আসামী মোঃ আল আমিন ওরফে বালি বেপারী ওরফে বাইল্যাকে (৩৬) গ্রেফতার করে। মোঃ আল আমিন ব্রাহ্মণপাড়া উপজেলার দেউশ গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে। তাকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট তাহার স্ত্রী জীবন বেগমের বাড়ি হতে গ্রেফতার করা হয়।
আসামী মোঃ আল আমিন ওরফে বালি বেপারী ওরফে বাইল্যাকে ডিবি পুলিশ গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউশ গ্রামে যা ভারত সীমান্তবর্তী এলাকায় তার বসত ঘরের লাগা উত্তরে একচালা টিনের ছাউনীর রান্না ঘরের পশ্চিম পাশর্^ হইতে ৬টি চটের বস্তায় রক্ষিত মোট ১২০ কেজি গাঁজা ১৩ মে রাত পৌণে ১২ টার সময় জব্দ করা হয়। এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই/নন্দন চন্দ্র সরকার বাদি হয়ে এজাহার দায়ের করিলে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এসআই/মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম মামলাটি তদন্ত করছেন।